খোলা বাজার২৪, বুধবার, ৯ মার্চ ২০১৬ : পাজেরো জিপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে ও মেয়ে নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ছয় জন। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা আনোয়ারা বেগম (৪০), ছেলে মামুন (১৫) ও তিন মাসের শিশু মরিয়ম।
তাদের বাড়ি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া এলাকায়। আহতদের মধ্যে হাসিনা বেগম (৫০), লিপি আক্তার (৩৫), রাইয়ান (৯), আয়শা আক্তার (২০), হাবিব মৃধা (৩৫) ও সাফিয়া বেগমকে (৫৫) পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘাতক জিপ ও তার চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।