Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, বুধবার, ৯ মার্চ ২০১৬ : আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চলে, আমরা এভাবে চলতে দিতে পারি না। গতানুগতিক পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় চললে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার প্রয়োজন নেই, কলেজই যথেষ্ট।মঙ্গলবার দুপুরে রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এখন আর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য করার অবকাশ নেই। বাংলাদেশে এখন সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যাও বেশি। সবাই শিক্ষা কার্যক্রমে অবদান রাখছে। উভয় শিক্ষার্থীরাই আমাদেরই সন্তান। সরকার তাদের মধ্যে কোনো পার্থক্য করে না। তবে অবশ্যই সকলকে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নির্ধারিত সময়ে সরকারি শর্ত পূরণ করতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিতে নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে হবে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে তৈরি করতে হবে। আধুনিক যুগপোযোগী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। আমাদের দেশের সমস্যা বাইরের কেউ এসে সমাধান দেবে না। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরই জ্ঞান সৃজন করতে হবে, গবেষণা করতে হবে। শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে মানবকল্যাণে কাজ করতে হবে।
আন্তর্জাতিক নারী দিবসে নারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অধিকার প্রতিষ্ঠায় নারীদেরকেই এগিয়ে আসতে হবে। তেমনি পুরুষদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করতে হবে। শিক্ষায় নারীরা অনেক এগিয়েছে। নারী শিক্ষার হার প্রাইমারি ও মাধ্যমিক পর্যায়ে ব্যাপকহারে বেড়েছে। নারী অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ অনেকদুর এগিয়েছে।
মহানগরীর উপকণ্ঠ খড়গড়ি বাইপাস সংলগ্ন ৩০ বিঘা জমিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মূল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা প্রফেসর এম সাইদুর রহমান খান, সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. শাহ নওয়াজ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহা. রফিকুল আলম বেগ, নর্থবেঙ্গল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আবদুল খালেক প্রমুখ।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ওসমান গণি তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-উপাচার্য প্রফেসর নুরুল হোসেন চৌধুরী। এরআগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভযাত্রা রাজশাহী শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ২০১২ সালে ৬টি বিভাগে ৮৭ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে তিনটি অস্থায়ী ক্যাম্পাসে তিনটি অনুষদের ১০টি বিভাগে প্রায় ৩ হাজার ৫শ শিক্ষার্থী পড়ছে। পূর্ণকালীন ১১৩ ও খন্ডকালীন ৩৬ জনসহ ১৪৯ শিক্ষক রয়েছেন।