Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখোলা বাজার২৪, বুধবার, ৯ মার্চ ২০১৬ : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিরপত্তার প্রশ্নে আরও কঠোর অবস্থান নিয়েছেন। শর্ত না মানা পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তাদের দলকে ভারত সফরে পাঠাবে না।
বুধবার পাকিস্তানের ক্রিকেট দলকে ভারতে আসার কথা ছিল। কিন্তু সেটা সাময়িক স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৯ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালায় ভারতের বিপক্ষে মাঠে নামার কথা পাকিস্তানের।
কিন্তু ধর্মশালার মূখ্যমন্ত্রী সেখানে পাকিস্তানের খেলোয়াড়দের নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। এমন কি, পাকিস্তান সফরের বিরুদ্ধে আন্দোলন করছে স্থানীয়রা।
কিন্তু তারপর ভারত সেখানেই পাকিস্তানের ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে অটল ছিল। এমন কি পাকিস্তানের খেলোয়াড়দের বাড়তি নিরপত্তা দিতেও অপারগতা জানায়।
পিসিবি নিরপত্তা বিষয়ক দল ভারত ঘুরে পাকিস্তানে ফিরে গিয়ে রিপোর্ট দেয়। ওই রিপোর্টের ভিত্তিতে পাকিস্তান ধর্মশালায় খেলতে অস্বীকৃতি জানায়। তারা ম্যাচটি মোহালি কিংবা কলকাতার ইডেন গার্ডেনসে আয়োজনের আবেদন করে। শুরুতে ভারত সেটা মানেনি।
তবে পাকিস্তান ক্রিকেট দল সাময়িক সফর স্থগিত করায় সুর নরম করেছে ভারত। এখন ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনসে আয়োজনের চিন্তা-ভাবনা করছে। আর এই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পাকিস্তানের ভারত সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা।
ম্যাচটি ইডেন বা অন্য কোথাও স্থানান্তর না করলেও পাকিস্তান দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বলেই মনে করা হচ্ছে।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানের আগে কলকাতা সফরের কথা। সেখানে ১২ মার্চ বাংলা ও ১৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা। এখন যদি পাক-ভারত ম্যাচ ইডেন গার্ডেনসে চলে আসে তাহলে ২০ তারিখ পর্যন্ত কলকাতায় থাকবে পাকিস্তান দল। প্রস্তুতি ম্যাচ ও ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে ২২ মার্চ মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ খেলার জন্য যাবে।