Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ৯ মার্চ ২০১৬. পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুর জেলাধীন 1নাজিরপুর থানার শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তৌহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় নাজিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: শামসুল হক ছোট্টর ওপর গতরাতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় গুরুতর আহত শেখ মাটিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের অবস্থাও আশংকাজনক। তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হামলার ঘটনায় ৭/৮ জন বিএনপি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছে। গত দুই তিন ধরে শেখ মাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় ব্যাপক তান্ডব চালাচ্ছে। সেখনে বিএনপি নেতাকর্মীদের বাড়ীতে হামলা ও পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণসহ ভয়ভীতি প্রদর্শণ করছে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। প্রচারকাজে ব্যবহৃত মাইক সহ পোষ্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। 
এছাড়া গত ৭ মার্চ ২০১৬ তারিখে একই জেলাধীন মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আবদুর রাজ্জাক হাওলাদার এবং ওয়ার্ড বিএনপি’র কর্মী মো: আবদুর রাজ্জাককে কুপিয়ে মারাত্মক আহত করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এলাকায় নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীদেরকে প্রচন্ড বাধা দিচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। প্রশাসন এ ব্যাপারে নিশ্চুপ।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একই জেলাধীন সদর উপজেলার ৫ নং টোনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হায়দার আলী হাওলাদারকে গতকাল বেলা ২টায় থানায় নিয়ে এসে রাতে  টর্চার করে তার হাত ভেঙ্গে দিয়েছে পুলিশ। তিনি এখন বিনা চিকিৎসাতে থানা হাজতে মূমুর্ষ অবস্থায় কাতরাচ্ছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলায় ধানের শীষের প্রার্থীরা অসহায় । ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় এলাকায় ভয়াল পরিস্থিতি বিরাজ করছে।