খোলা বাজার২৪, বুধবার, ৯ মার্চ ২০১৬ : সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের সার্ফিংয়ের দৃশ্য বেশ পরিচিত হলেও এবারে সার্ফিং বোর্ড নিয়ে সমুদ্রে নেমে পড়েছে কুকুর। অস্ট্রেলিয়ায় এক সমুদ্র সৈকতে আয়োজন করা হয়েছে কুকুরদের সার্ফিংয়ের ব্যতিক্রর্মী এই প্রতিযোগিতা।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সানসাইন সমুদ্র সৈকতে আয়োজিত সার্ফিং ফেস্টিভালে অংশ নেয় নানান প্রজাতির কুকুর এবং তাদের মালিকরা। আয়োজকদের মতে ভিন্নধর্মী এই আয়োজনের মধ্য দিয়ে সার্ফিংয়ের প্রতি মানুষের আগ্রহ এবং জনপ্রিয়তা আরো বাড়বে।
পাশাপাশি এ ধরনের একটি উদ্যোগ প্রাণীদের প্রতি মানুষদের আরো বেশি সহমর্মী করে তুলবে। সমুদ্রে কুকুরদের সার্ফিং দেখতে ভীড় জমে উৎসুক দর্শকের।