খোলা বাজার২৪, বুধবার, ৯ মার্চ ২০১৬।। ০৭ মার্চ ২০১৬, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর শাখা সমুহের ব্যবসা উন্নয়ন সম্মেলন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় কোম্পানি সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ আবদুল জলিল, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস এম জাফরসহ প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের নির্ধারিত ২৩টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বিনিয়োগের গুণগত মান সম্পর্কে সকলকে সতর্ক হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, বিনিয়োগ প্রদানের পূর্বে সকল নীতিমালা পরিপালনের বিকল্প নেই। এছাড়া তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ প্রদান করেন।