খোলা বাজার২৪, বুধবার, ৯ মার্চ ২০১৬ : সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল ওবায়দুর রহমান মোল্যা (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মিল্টন বাজারে এ দুর্ঘটনা ঘটে। ওবায়দুর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাহমুলদী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে মোটরসাইকেলে কাশিয়ানী থেকে গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন ওবায়দুর রহমান। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে গাড়িচাপায় তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।