Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : বাংলাদেশের আর্থ-সামাজিক খাতের উন্নয়নে কম সুদে ২০০ কোটি ডলারের বড় ঋণ সহায়তা দিচ্ছে প্রতিবেশী দেশ ভারত।
বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও ভারত সরকার মনোনীত ভারতীয় এক্সিম ব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং ভারতের পক্ষে স্বাক্ষর করেন দেশটির এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যদুভেন্দ্র মাথুর।
এ বিষয়ে সিনিয়র সচিব মেজবাহউদ্দিন বলেন, ‘২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে ২০০ কোটি ডলারের ঋণ রেখা মঞ্জুর হয়। অবকাঠামো খাতে বিশেষ করে রেল যোগাযোগ, সড়ক পরিবহন, বিদ্যুৎ, শিক্ষা, অর্থনৈতিক অঞ্চল, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এই অর্থ ব্যবহার করতে পারবে বাংলাদেশ।
নমনীয় সুদে এ ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এ ঋণের বাৎসরিক সুদের হার ১ শতাংশ ধার্য করা হয়েছে।
এর আগে ২০১০ সালে ডলার ক্রেডিট এগ্রিমেন্ট’র আওতায় বাংলাদেশকে ১০০ কোটি টাকার ঋণ দিয়েছিলো ভারত।
ইআরডি সূত্র জানায়, আগের ১০০ কোটি টাকার ঋণের আটটি প্রকল্প বাস্তবায়ন সম্পূর্ণ হয়েছে। প্রকল্পগুলো হলো- ৩০০টি ডেকার, ডাবল ডেকার এসি আর্টিকুলেটেড বাস ক্রয় প্রকল্প, ৮১টি বগি ট্যাংক ওয়াগন সংক্রান্ত প্রকল্প, ১০ লোকোমোটিভ সংক্রান্ত প্রকল্প, ১৬৫ ব্রডগেজ (বিজি) ট্যাংক ওয়াগন সংক্রান্ত প্রকল্প, প্রকিউরমেন্ট অব ১৬ লোকোমোটিভ প্রকল্প, ১৭০টি ফ্ল্যাট ওয়াগন সংক্রান্ত প্রকল্প, ৫০টি এমজি ফ্ল্যাট ওয়াগন ও ৫টি এমজি ভ্যান এয়ার ব্রেক কনটেইনার সংগ্রহ প্রকল্প।
সাতটি চলমান প্রকল্প হচ্ছে- খুলনা-মংলা রেলপথ নির্মাণ প্রকল্প, নৌ-মন্ত্রণালয়ের আওতায় মংলা পোর্টে প্রয়োজনীয় মালামাল ক্রয় প্রকল্প, ১২০টি বিজি কোচ সংগ্রহ প্রকল্প, কুলাউড়া-শাহবাজপুর রেল সেকশন পুনর্বাসন প্রকল্প, বিএসটিআইকে আধুনিক ও শক্তিশালীকরণ প্রকল্প, ঢাকা-টঙ্গি রুটে তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প এবং ঢাকা-জয়দেবপুর রুটে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প।