Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল লয়েড অস্টিন বলেছেন, আমেরিকার সেনাবাহিনী বিপজ্জনক ভাবে ছোট হয়ে আসছে। এ ছাড়া, আমেরিকার জন্য উত্তর কোরিয়া, ইরান, চীন ও রাশিয়া বড় হুমকি হয়ে উঠছে বলে জানান তিনি। সিনেটের আমর্ড সার্ভিস কমিটির কাছে এ মত তুলে ধরে দেশটির সেনাবাহিনীকে ব্যাপক সমর্থন দেয়ার জন্য মার্কিন সিনেটের প্রতি আহ্বান জানান মার্কিন ওই জেনারেল। খবর- রেতে।
তিনি সক্রিয় মার্কিন সেনা সংখ্যা সাড়ে চার লাখে নামিয়ে আনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সিনেটকে সতর্ক করে দেন। তিনি বলেন, এর ফলে যে পরিমাণ সেনা দরকার তার চেয়ে মার্কিন সেনা সংখ্যা অনেক কমে যাবে। তিনি এ সময় আশংকা ব্যক্ত করে বলেন, বিপজ্জনক ভাবে ছোট হয়ে আসছে মার্কিন সেনাবাহিনী।
এর আগে বহুবার এ ধরনের সতর্কতা জারি করেছেন মার্কিন স্পেশাল অপারেশন্স কমান্ডের জেনারেল জোসেপ ভোটেল। তিনি বলেছেন, মার্কিন সেনা শক্তির ব্যাপক চাহিদার তুলনায় সেনা সদস্য সংখ্যা অনেক কম এবং এতে প্রচণ্ড ঝুঁকির মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী।
তিনি বলেন, চলমান সন্ত্রাসবিরোধী তৎপরতা ক্রমেই বাড়ছে এবং আমেরিকার জন্য চারটি হুমকি ক্রমেই বড় চ্যালেঞ্জে হয়ে দেখা দিচ্ছে। এ চারটি বড় হুমকি হলো উত্তর কোরিয়া, ইরান, চীন এবং রাশিয়া।