খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ :নাজিরপুর প্রতিনিধি।। আজ দুপুরে নাজিরপুরে ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামছুল হক ছোট্টর খুনের প্রতিবাদে নাজিরপুর উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে মিছিলে পুলিশি বাধাদেয়,নাজিরপুর উপজেলা ছাত্রদল পুলিশি বাধা উপেক্ষা করে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।
মিছিল শেষে পথ সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবীর রাসেল বলেন অবিলম্বে ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামছুল হক ছোট্টর খুনিদের ও জাহাঙ্গীর সিকদারের উপর হমলা কারিদের গ্রেফতার না করলে নাজিরপুর অচল করে দেয়া হবে। মিছিলে নাজিরপুরে ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান লায়েক, সিনিয়র যুগ্ম আহবায়ক তাওহিদুল ইসলাম, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক তাওহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা যুগ্ম আহবায়ক রাসেল শিকদার, উপজেলা যুগ্ম আহবায়ক সুমন মোল্লা,শামীম হাসান সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।