খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : আজ কক্সবাজারের রামু সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী রামু সেনানিবাসে নবগঠিত দশ পদাতিক ডিভিশনের অধীনে দুই পদাতিক বিগ্রেডসহ সাতটি ইউনিটের পতাকা উত্তোলন করবেন। সে লক্ষে সম্পন্ন হয়েছে সার্বিক প্রস্তুতি।
লোকবল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে দশ পদাতিক ডিভিশনে যুক্ত হচ্ছে আরো একটি বিগ্রেড সহ সাতটি ইউনিট। যার পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেনা সদস্যদের সশস্ত্র সালাম গ্রহন করবেন তিনি। সেইসাথে সেনানিবাসের বীর সরণী নামের সড়ক,দশ পদাতিক ডিভিশনের স্মৃতিস্তম্ভ অজেয়,বীরাঙ্গন নামের মাল্টিপারপাস সেড,মাতামহুরি নামের কম্পোজিট ব্যারাকের উদ্বোধন ও চারটি এস এম ব্যারাকের ভিত্তি প্রস্থর স্থাপনসহ সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষন দেবেন প্রধানমন্ত্রী ।
কক্সবাজার জেলা প্রশাসক মো.আলী হোসেন জানান, ২০১৫ সালের পহেলা মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দশ পদাতিক ডিভিশনের সূচনা করেছিলেন। সেই থেকে এ অঞ্চলের নানামুখী উন্নয়নে অবদান রাখছে রামু সেনানিবাস।
জেলা প্রশাসক আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ মার্চ সকাল ১০ টা ৫ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী সড়ক পথে রামু সেনানিবাসে ভিভিআইপি কমপ্লেক্সে ‘অরণ্য নিবাস’এ উপস্থিত হবেন সকাল ১০ টা ৫০ মিনিটে।
সকাল ১১ টায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর ২ পদাতিক বিগ্রেড এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী। নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ২ টায় কক্সবাজার বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে ২ টা ৩৫ মিনিটে ঢাকায় যাত্রা করবেন প্রধানমন্ত্রী।