খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : নেদারল্যান্ডস এখনো আইসিসির সহযোগী দেশ। আর বাংলাদেশ ক্রিকেটের উদীয়মান পরাশক্তি। সদ্যই এশিয়া কাপে রানারআপ হয়ে অংশ নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচে বাংলাদেশই যে ফেভারিট, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ডাচ ক্রিকেটাররাও লড়াইটা বেশ ভালোই করেছেন।
একটা পর্যায়ে তো মনে হচ্ছিল যে, ১৫৩ রানের পুঁজি বাংলাদেশের জয়ের জন্য মোটেও যথেষ্ট হয়নি। কিন্তু দুটি ওভার দারুণ বোলিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই দুই ওভারই যে নেদারল্যান্ডসকে জয়বঞ্চিত করেছে, তা ম্যাচ শেষে স্বীকারও করে নিয়েছেন ডাচ অধিনায়ক পিটার বোরেন।
১৭তম ওভারে মাশরাফি যখন বল করতে আসেন, তখন নেদারল্যান্ডসের প্রয়োজন ২৪ বলে ৪২ রান। ডাচ ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে এই লক্ষ্য অসম্ভব মনে হচ্ছিল না মোটেই। কিন্তু অসাধারণ বোলিং করে এই ওভারে মাশরাফি দেন মাত্র তিন রান। সঙ্গে তুলে নেন ফন ডার মারউইর উইকেট। এই ওভারটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করছেন বোরেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডাচ অধিনায়ক বলেছেন, ‘চার ওভার বাকি থাকার সময়ও আমরা ম্যাচে খুব ভালোমতোই ছিলাম। ১৭তম ওভারে মুর্তজাই আমাদের সর্বনাশটা করেছেন। আমরা একটা উইকেটও হারিয়ে ফেলেছি। জয়ের এত কাছাকাছি এসে হেরে যাওয়াটা সত্যিই খুব হতাশাজনক। ম্যাচজয়ের কৃতিত্বটা অবশ্যই বাংলাদেশের বোলারদের দিতে হবে।’
শুধু ১৭তম ওভারেই না, পুরো ম্যাচেই মাশরাফি করেছেন দুর্দান্ত বোলিং। চার ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে নিয়েছেন একটি উইকেট। মাশরাফির করা ২৪টি বলের মধ্যে ১৪টিই ছিল মহামূল্যবান ডট বল। মাশরাফির বলে ডাচ ব্যাটসম্যানরা মারতে পেরেছেন মাত্র একটি চার।