Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : দিমদিম নামের এক পেঙ্গুইন প্রতি বছর ৫,০০০ মাইল পথ অতিক্রম করে আসে একজন ব্যক্তির সাথে দেখা করার জন্য। এই ব্যক্তি একসময় পেঙ্গুইনের জীবন রক্ষা করেছিলেন। তাই প্রতি বছর অন্তত একবার তার সাথে দেখা করতে আসেন দিমদিম।
দক্ষিণ আমেরিকান ম্যাজেলানীয় পেংগুইন অবসরপ্রাপ্ত রাজমিস্ত্রি এবং খণ্ডকালীন এক জেলে জোয়াও পেরেইরা ডি সুজার সঙ্গে দেখা করার জন্য আসেন। তিনি ব্রাজিলের রিও দে জেনেইরো এর বাইরে একটা দ্বীপে বসবাস করেন। কয়েক বছর আগে, তিনি এই পেংগুইনের সারা শরীরে তেল দেখতে পান এবং মৃত্যুর মুখ থেকে রক্ষা করেন।
ডি সুজা পেঙ্গুইনের শরীরের তেল মুছে দেয় এবং তাকে মাছ খেতে দেয় বাঁচার জন্য। তখন তিনি এই পেঙ্গুইনের নাম দেন দিমদিম। যখন তিনি এই পেঙ্গুইনকে আবার তার স্থানে রেখে আসতে যান, তখন দিমদিম তাকে ছেড়ে যেতে চায়নি। তারপর দিমদিম তার সাথে ১১ মাস অবস্থান করেন। কিন্তু দিমদিমের শরীরে নতুন পালক জন্মানোর পড় হঠাৎ করেই সে হারিয়ে যায়।
তার কয়েক মাস পর দিমদিম আবার সেই জেলের নিকট আসে। সমুদ্র সৈকত থেকে তাকে অনুসরণ করে বাসা পর্যন্ত যায় সে। প্রতি বছর ৮ মাস দিমদিম ডি সুজার সাথে থাকে। বাকি চারমাস দিমদিম আর্জেন্টিনা ও চিলিতে বসবাস করে।