Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : হবিগঞ্জের বানিয়াচংয়ের গ্রামবাসীর কাছে আলোচিত নাম বিদ্যুৎ-মানব। বিদ্যুতের কাজে দক্ষতার কারণে এলাকায় আয়নাল মিয়া নামটি ছাপিয়ে তিনি এখন সুপরিচিত হয়ে উঠেছেন বিদ্যুৎ-মানব নামেই। কাজের অবসরে বিদ্যুৎ নিয়ে খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দেয়াই তার প্রিয় একটি শখ।
হবিগঞ্জের বানিয়াচং সদরের দোকানটুলা গ্রামের চল্লিশোর্ধ্ব আয়নাল মিয়া পেশায় ইলেকট্রিক মিস্ত্রী। দীর্ঘ ২৬ বছর ধরে এ পেশায় নিয়োজিত তিনি। ধ্যান-জ্ঞান সব কিছুই তিনি বিদ্যুতের শক্তিকে জানার কাজে ব্যয় করে যাচ্ছেন। শরীরে বিদ্যুৎ প্রবাহিত করে বাল্ব জ্বালানো বা হাতের তালুতে দিয়াশলাইর কাঠি ঘষে আগুন জ্বালানোর অদ্ভুত সব কারসাজিতে দর্শকদের তাক লাগিয়ে দেন তিনি।
খালি হাতে কিভাবে বিদ্যুৎ সংযোগ লাইনে কাজ করার যায়, সেই চেষ্টা থেকে বিদ্যুতের বিভিন্ন বৈশিষ্ট্য জানতে শুরু করেন আয়নাল। ব্যতিক্রমী চর্চা আর অভিজ্ঞতায় পাওয়া বাস্তব জ্ঞান দিয়ে বহু বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে মানুষকে উদ্ধার করেছেন তিনি।
নিজ জেলায় অথবা জেলার বাইরে বিদ্যুৎ সংক্রান্ত যে কোন কাজে সাহায্যের ডাক পড়লেই ছুটে যান আয়নাল। স্থানীয় পল্লী বিদ্যুতের সমস্যা সমাধানে অনেকক্ষেত্রেই আয়নাল পালন করেন অগ্রণী ভূমিকা। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আয়নাল মিয়া দেশের জন্য বড় কিছু করতে পারবেন এমনটাই মনে করেন স্থানীয়রা।
বিদ্যুতের শক্তিকে কাজে লাগিয়ে এখন এলাকার এবং দেশের মানুষের উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখেন আয়নাল।