Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

56kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের কাছে কৈফিয়ত চাওয়ার পর আরেকজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।
ইউপি নির্বাচনের বিধি ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার কমিশনের সভায় বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়।
বরগুনার পুলিশ সুপারকে মামলা করতে বলা হয়েছে বলে ইসি সচিব সিরাজুল ইসলাম জানিয়েছেন।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসি এই প্রথম কোনো আইনপ্রণেতার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিল।
আওয়ামী লীগ সংসদ সদস্য রিমনের বিরুদ্ধে গত পৌরসভা নির্বাচনেও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এসেছিল। তখন দুঃখ প্রকাশ করে পার পেয়েছিলেন তিনি।
এবার ইউপি নির্বাচনের সময় রিমনের সঙ্গে পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বিরুদ্ধেও প্রার্থীর পক্ষে প্রচার এবং উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পায় ইসি।
ইসি সচিব সিরাজুল বলেন, সংসদ সদস্য আরজুর কাছে অভিযোগের বিষয়ে বক্তব্য চাওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে হাচানুর রহমান রিপনের সঙ্গে যোগাযোগ করতে পক্ষ থেকে তার মোবাইল ফোনে কল করা হলেও ফোন ধরেননি তিনি।
‘সমর্থন রয়েছে’ আ. লীগের
ইউপি নির্বাচন নিয়ে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বলেছে, বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই।
রিমনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জেনেছেন উল্লেখ করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন কমিশনকে স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু করার স্বার্থে বিদ্যমান যে আইন রয়েছে, তার সর্বোচ্চ প্রয়োগ করার জন্য বলেছি।
এক্ষেত্রে কোনো দল বিচার না করতে ইসির প্রতি আহ্বান ক্ষমতাসীন দলের।
“আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাব,” বলেন হানিফ।
তিনি জানান, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে দলীয়ভাবেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নাগরপুরের ১১ ইউপিতে ভোট ২৩ মার্চ
ইসির উপ সচিব সামসুল আলম জানান, প্রথম ধাপের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ১১ ইউপির ভোট একদিন পেছানো হয়েছে।
২২ মার্চ ৭৩৩ ইউপির ভোটের কথা ছিল।
এ কর্মকর্তা বলেন, “আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েনের সুবিধার্থে এ উপজেলার ১১ ইউপির ভোট ২৩ মার্চ পুননির্ধারণ করেছে ইসি। এ সংক্রান্ত চিঠি মাঠ পর‌্যায়ে পাঠানো হয়েছে।”