Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখোলা বাজার২৪, শুক্রবার, ১১ মার্চ ২০১৬ : রাজধানীর বনশ্রী এলাকায় দুই শিশু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত রেস্তোরাঁ মালিকসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান জামিনের এ আদেশ দেন। জামিন পাওয়া ব্যক্তিরা হলেন, রেস্তোরাঁর ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান, পাচক (শেফ) মো. আসাদুজ্জামান ও আতাউর রহমান।
আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত তিনজনের জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হামিদ জামিনের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২৯ ফেব্র“য়ারি বনশ্রীতে শিশু নুসরাত আমান ও আলভী আমান খুন হয়।
এই হত্যার দায় স্বীকার করেছেন শিশু দুটির মা মাহফুজা মালেক জেসমিন। তা ছাড়া শিশু দুটির লাশের ময়নাতদন্তেও শ্বাসরোধে হত্যা করার কথা বলা হয়েছে। তবে তার আগে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ওই রেস্তোরাঁর খাবার খেয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। এ অভিযোগে ভিত্তিতে রামপুরা থানা পুলিশ রেস্তোরাঁর মালিকসহ তিনজনকে গ্রেফতার করে।