খোলা বাজার২৪, শুক্রবার, ১১ মার্চ ২০১৬ : অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১৩টি শিল্প ও ৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং একটি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। একইসাথে পৃথক ৬টি অভিযানে ৩৩ হাজার ৪২৭ ফুট অবৈধ বিতরণ পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। সম্প্রতি ঢাকা, গাজীপুর, ভৈরব, নরসিংদী ও মুন্সীগঞ্জে পরিচালিত পৃথক অভিযানে এ সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানির বিশেষ পরিদর্শন দল গত ১৮ ফেব্র“য়ারি নরসিংদীর শিবপুর এলাকায় ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড, ২৪ ফেব্র“য়ারি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আর আর অ্যাপারেলস লিমিটেড, ২৮ ফেব্র“য়ারি গাজীপুর এলাকায় ইউনিটি ফেব্রিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ৬ মার্চ ঢাকার উত্তরখান এলাকায় সিনহা নিট ইন্ডাস্ট্রিজ এবং ৭ মার্চ গাজীপুরের টঙ্গী এলাকায় এ.এম. ওয়াশিং প্লান্ট ও মার্ক মুড লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অনুমোদনের অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের কারণে এ প্রতিষ্ঠানগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যদিকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ২৪ ফেব্র“য়ারি গাজীপুরের টঙ্গী এলাকায় ফ্যাশন লন্ড্রি প্রাঃ লিঃ, কামরাঙ্গীরচর এলাকায় ৪টি রং শুকানো, ১টি টেনিস বল তৈরি, ১টি এলুমিনিয়ামের চুড়ি তৈরি ও ১টি এলুমিনিয়ামের তার তৈরির কারখানা, ২৫ ফেব্র“য়ারি মুন্সীগঞ্জের গজারিয়ায় ২টি কয়েল কারখানা এবং ২৯ ফেব্র“য়ারি সাভারের আমিন বাজার এলাকায় পিঙ্ক ফুড রেস্টুরেন্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গ্যাস বিল বকেয়া থাকার কারণে গত ১ মার্চ ভৈরব এলাকায় শাহজালাল ওয়্যার ও আল আমিন চিড়া মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এদিকে বাইপাস লাইন স্থাপন করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে গত ২৫ ফেব্র“য়ারিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফিদা ফিলিং স্টেশন এবং ২ মার্চ নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গাজীপুর পেপার মিলসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২৪ ও ২৫ ফেব্র“য়ারিতে অভিযানকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ৪ হাজার ১৫০ ফুট, মুন্সীগঞ্জের গজারিয়ায় ৬০০ ফুট, ২৯ ফেব্র“য়ারিতে সাভারের আমিনবাজারে ১ হাজার ৬০০ ফুট, ২ মার্চ নরসিংদীর বাগহাটায় ৮০০ ফুট, গাজীপুরের শ্রীপুরে ২৬ হাজার ২৪৭ ফুটসহ মোট ৩৩ হাজার ৪২৭ ফুট অবৈধভাবে স্থাপিত গ্যাস পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে বাধা প্রদান করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট একজনকে ২০ হাজার টাকা জরিমানা করে।