খোলা বাজার২৪, শুক্রবার, ১১ মার্চ ২০১৬ : টাকা নেই, তাই টিকিট কাটা হয়নি। এজন্য বিমানে ৪ বছরের শিশুকে হাত ব্যাগের ভিতরে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন এক নারী। তবে শেষ রক্ষা হয়নি, তুরস্কের ইস্তানবুল থেকে প্যারিস যাওয়ার পথে এয়ার ফ্রান্সে উঠতে গিয়ে আটক হন তিনি।
ফ্রান্সের চার্লস দ্য গল বিমানবন্দরে ওই যাত্রীর সঙ্গে থাকা হাত ব্যাগের ভিতর থেকে শিশু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, আটক নারী ফ্রান্সের বাসিন্দা। বাসিন্দা বছর চারেকের ওই শিশুকে তিনি দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্তানবুল থেকে বিমানে ওঠার সময় শিশুটিকে ব্যাগের ভিতর লুকিয়ে রেখেছিলেন ওই যাত্রী। বিমানে প্রবেশ করে নিজের সিটের নীচে কম্বলে মুড়ে তাকে ফের লুকিয়ে রাখতে তিনি সমর্থ হন। কিন্তু মাঝপথে শিশুটির শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়। এরপরই বিষয়টি যাত্রীদের নজরে আসে।
পরে চার্লস দ্য গল বিমানবন্দরে নেমে হাইতি যাওয়ার বিমানে ওঠার সময় ট্রানজিট জোন থেকে তাঁকে আটক করা হয়।