Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22kখোলা বাজার২৪, শুক্রবার, ১১ মার্চ ২০১৬ : প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের (বাছাই পর্ব) খেলায় শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। যে সময় ধর্মশালায় বোলারদের জন্য আতঙ্কের কারণ হয়ে থাকবে শিশির। সঙ্গে রাতের ঠান্ডা আবহাওয়ার বিষয়টি তো থাকছেই। আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে তাই বাংলাদেশ শিবিরে অন্যতম ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ শিবিরে।
বৃহস্পতিবার অধিনায়ক মাশরাফিও তাই বলেছেন, ‘এখানে দিনের ম্যাচের চেয়ে রাতের ম্যাচের কন্ডিশন একেবারেই আলাদা। তাই সামনের ম্যাচটি (আয়ারল্যান্ডের বিপক্ষে) আরও কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে।’
তবে মাশরাফি এ-ও বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নিয়েছি। তাতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। সে আত্মবিশ্বাসে অবশ্যই আমরা ভালো অনুভূতি নিয়ে খেলতে নামব। আশা করছি, ভালো একটা ম্যাচ হবে।’
এদিকে, শুক্রবার মাঠে নামার আগে প্রতিপক্ষ আয়ারল্যান্ডের টি২০ শক্তি-সামর্থ্যও ভাবাচ্ছে মাশরাফিকে। আসরে নিজেদের প্রথম ম্যাচে ওমানের কাছে হেরেছে আইরিশরা। কিন্তু তাতে করে উইলিয়াম পোর্টারফিল্ডের দলকে হালকা করে দেখার কোনো উপায় নেই। কেননা, টি২০ ক্রিকেট বেশ ভালোই খেলে তারা। বাংলাদেশের বিপক্ষে এর আগে ৪ বার মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড। প্রথম ম্যাচেই (২০০৯ সালের টি২০ বিশ্বকাপে) আইরিশদের কাছে ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এরপর ২০১২ সালে আয়ারল্যান্ড সফরে দুই দেশের মধ্যকার ৩ ম্যাচের টি২০ সিরিজে ৩-০ ব্যবধানেই জিতেছিল বাংলাদেশ। তবে সিরিজের শেষ দুই ম্যাচে কঠিন চ্যালেঞ্জেই পড়তে হয়েছিল মাশরাফিদের।
শুক্রবার মাঠে নামার আগে আয়ারল্যান্ডের এই লড়াকু মনোভাবকেই সমীহ করছেন মাশরাফি। তার মতে, ‘আয়ারল্যান্ড আমাদের সাথে এর আগে অনেক ম্যাচ খেলেছে। তারা টি২০ অনেক খেলে এবং ভালো খেলে। তাদের সাথে আমাদেরকে সেরাটাই খেলতে হবে।’