খোলা বাজার২৪, শুক্রবার, ১১ মার্চ ২০১৬ : রাজধানী ঢাকার মগবাজারের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় ওই ভবনের অষ্টম তলার এক বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর জানান, আজ শুক্রবার সন্ধ্যায় মগবাজার কাজী অফিসের পাশে আটতলা একটি ভবনের অষ্টম তলার এক বাসায় আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের কর্মীরা সেখানে গেছেন। ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানান তিনি।