Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37kখোলা বাজার২৪, শুক্রবার, ১১ মার্চ ২০১৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার মুসলিমবিরোধী বক্তব্যে অনড় রয়েছেন।সর্বশেষ টেলিভিশন বিতর্কে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তার তীব্র সমালোচনা করেছেন।
ফ্লোরিডার সেনেটর মার্কো রোবিও বলেছেন, অনেক মুসলমানই অ্যামেরিকান হিসেবে গর্ব করেন।
টেক্সাসের সেনেটর টেড ক্রজের বক্তব্য ছিলো- মুসলিমদেরকে খারাপ বলে চিৎকার করে ইসলামি চরমপন্থা মোকাবেলা করা যাবে না।
জবাবে মি. ট্রাম্প বলেছেন, মুসলমানদের ব্যাপারে তিনি যা বলেছিলেন তা থেকে তিনি সরছেন না।
এর আগের টেলিভিশন বিতর্কগুলোর চাইতে রিপাব্লিকান পার্টির গতকালের এই টেলিভিশন বিতর্ককে অনেক শান্ত এবং সংযতই বলতে হবে।
কিন্তু ইসলাম নিয়ে যখন বিতর্ক শুরু হলো, তখন স্পষ্টতই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবস্থানে এবং কথায় বড় ফারাক দেখা গেল।
ইসলাম এবং মুসলিমদের ব্যাপারে মারাত্মক বিতর্কিত সব মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প আগেও বিতর্কের ঝড় তুলেছিলেন।
গতকালের বিতর্কে তিনি এ বিষয়ে তার আগের মন্তব্যের পুনরাবৃত্তি করেন।
তিনি বলেন, এর আগে ইসলাম সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন, সেই বক্তব্য তিনি প্রত্যাহার করবেন না।
তিনি মনে করেন, ইসলাম আমেরিকানদের ঘৃণা করে, ইসলামের মাধ্যমে চরম ঘৃণা ছড়ানো হচ্ছে।
কিন্তু অপর রিপাব্লিকান মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিও ডোনাল্ড ট্রাম্পের কথার প্রতিবাদ জানিয়ে বলেন, জঙ্গীবাদ নিয়ে হয়তো ইসলামের সমস্যা আছে, কিন্তু বহু মুসলিম রয়েছেন যারা গর্বিত আমেরিকান নাগরিক।
তিনি আরও বলেন, প্রেসিডেন্টরা চাইলে যা খুশি তা বলতে পারেন না।
অন্যদিকে অপর প্রার্থী টেক্সাসের সেনেটর টেড ক্রুজ বলেন, সব মুসলিমকে খারাপ বলে গালি দিয়ে ইসলামী জঙ্গীবাদের সমস্যার সমাধান হবে না।
মনোনয়ন পাওয়ার লড়াইয়ে যে ডোনাল্ড ট্রাম্পকে শুরুতে সবাই উড়িয়ে দিয়েছিলেন, তার বিজয় এখন অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছে, এবং অন্য রিপাব্লিকান মনোনয়ন প্রত্যাশীরা খন কিভাবে তার অগ্রযাত্রা থামানো যায় তার নতুন কোন উপায়ও আর খুঁজে পাচ্ছেন না।