খোলা বাজার২৪, শনিবার, ১২ মার্চ ২০১৬ : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে সঞ্চিত অর্থ থেকে ৯৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির চেষ্টা হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এর মধ্যে ৮৫ কোটি ডলার বেহাত হওয়া ঠেকানো গেছে।
শুক্রবার বাংলাদেশ ব্যাংকের ফেইসবুক পেইজে এক পোস্টে একথা জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এ এস এম আসাদুজ্জামান।
তিনি বলেন, “পেইজটি বাংলাদেশ ব্যাংকেরই। শুক্রবার ছুটির দিন হওয়ায় আমরা বিষয়টি ফেইসবুকের মাধ্যমে সর্বসাধারণকে অবহিত করেছি।”
ফেইসবুকে বাংলাদেশ ব্যাংকের পোস্টে বলা হয়েছে, “সাইবার আক্রমণে ৩৫টি ভুয়া পরিশোধ নির্দেশের ৯৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ৩০টি নির্দেশের ৮৫ কোটি ডলার বেহাত হওয়া শুরুতেই প্রতিহত করা গেছে। অবশিষ্ট ১০ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দুই কোটি ডলার এরই মধ্যে ফেরত আনা গেছে। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার (প্রায় ৬৩৫ কোটি টাকা) ফেরত আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।”