খোলা বাজার২৪, শনিবার, ১২ মার্চ ২০১৬ : মুসলিম ভেবে আমেরিকায় বৌদ্ধ সন্ন্যাসীর ওপর হামলা। আক্রান্ত ওই বৌদ্ধ সন্ন্যাসীর নাম কোজেন সাম্পসন। বছর ৬৬-র সাম্পসন জানিয়েছেন, তিনি যখন ওরেগন প্রদেশে হুড নদীর ধারে ঘুরছিলেন, তখন মুসলিম ভেবে ভুল করে তাঁকে আক্রমণ করা হয়। হুড রিভার পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, সাম্পসনের গাড়ির দরজায় লাথি মারা হয়। দরজাটা এসে লাগে তাঁর মাথায়। এরপর ঘটনাস্থল থেকে চলে যায় অভিযুক্ত ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শ্বেতাঙ্গ।
সাম্পসন জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর নয়। অল্প ক্ষত হয়েছে। কিন্তু কয়েক মিনিটের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি। সাম্পসন বলেন, কোনও কারণ ছাড়াই আমার ওপর হামলা করা হয়। আমার পোশাক দেখেই সম্ভবত আমায় মুসলিম বলে মনে হয়েছিল। আমি জানি এই ঘটনা রাগেরই প্রতিফলন। প্রতিদিন এমনই ঘটনার শিকার হতে হয় মুসলিমদের। তিনি বলেন, এভাবে কারও রাগ নিয়ে বাঁচা যায়? তিনি আশাবাদী যে, এর থেকে মুক্তির নিশ্চয়ই কোনো উপায় মিলবে। তিনি বলেন, আমরা সকলেই ঈশ্বরের সন্তান। মুসলিমরা আমাদের ভাই বোন। তাই এধরনের কিছু করার আগে মানবিকভাবে বিষয়টি ভাবুন।