Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33kখোলা বাজার২৪, শনিবার, ১২ মার্চ ২০১৬ :চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোড এলাকায় যুবলীগ কর্মীকে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করেছে যুবলীগেরই অপর গ্রুপের সমর্থকরা। নিহত যুবলীগ কর্মীর নাম ভুলু (২৪)। এসময় কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে আকাশ (২০) নামে আরো এক যুবলীগ কর্মীকে। নিহত ভুলু শহরের জ্বিনতলা পাড়ার খবির উদ্দিনের ছেলে। শনিবার দুপুর দেড়টার দিকে ফেরিঘাট রোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ কর্মী ভুলু ও আকাশ শনিবার দুপুর দেড়টার দিকে শিশু স্বর্গের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় যুবলীগের অপর গ্রুপের ৬/৭ জন সমর্থক তাদের উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভুলুকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডাক্তার রাজিবুল আলম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এদিকে, ঘটনার পর চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন ও সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটে থাকতে পারে।