Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49kখোলা বাজার২৪, শনিবার, ১২ মার্চ ২০১৬ : মারিয়া শারাপোভার পরে এবার সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদালের বিরুদ্ধেও উঠেছে নিষিদ্ধ ড্রাগ গ্রহণের অভিযোগ। ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী এই স্প্যানিশ তারকা নাকি ড্রাগ পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েও সেটা গোপন করেছিলেন বলে দাবি করেছেন ফ্রান্সের সাবেক স্বাস্থ্যমন্ত্রী রোসালিন।
তবে নাদাল দাবি করেছেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। ডোপ-পাপের অভিযোগ নাদালের বিরুদ্ধে আগেও উঠেছিল। শারাপোভার স্বীকারোক্তির পর সেটি আবার উঠল নতুন করে। হাঁটুর চোটে দুই বছর আগে সাত মাসের জন্য কোর্টের বাইরে ছিলেন নাদাল। ব্যাশেলটের দাবি, ওই সময় নাদাল ডোপ-পরীক্ষায় ধরা পড়াটা আড়াল করার জন্যই এই চোটের নাটক সাজিয়েছিলেন, আপনি যখন দেখবেন একজন টেনিস খেলোয়াড় লম্বা সময় ধরে খেলছে না, কারণ সে আসলে ডোপ পরীক্ষায় ধরা পড়েছে এবং সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটা সব সময় ঘটে এমন নয়, কিন্তু আপনি যা ভাবছেন তার চেয়ে বেশি ঘটে।
এত বড় একটা অভিযোগের পর নাদাল আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলবেন না সেটা তো আর হয় না। ১৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী একটু বিরক্তই, এ রকম অভিযোগ তো আগেও উঠেছে। আমি এখন একটু বিরক্তই। আমি অন্যায় কিছু করিনি। আমি যখন চোটে পড়েছি, তখন চোটেই পড়েছি। সুস্থ হওয়ার জন্য আমি কিছুই নিইনি। অন্যায় কিছু করার কথা আমি কখনোই ভাবিনি। আমি খেলার মূল্যবোধে বিশ্বাসী। আমি জানি, শিশুরাও আমাদের আদর্শ মনে করে। আমি যদি খারাপ কিছু করি, তাহলে সেটা প্রতিপক্ষদের কাছে নয়, নিজের কাছেই মিথ্যা বলা হবে।
নাদাল অবশ্য আরও অনেকের সমর্থন পাচ্ছে। স্পেনের ক্রীড়া কাউন্সিলের সভাপতি মিগুয়েল কারডেনাল যেমন বলেছেন, ব্যাশেলটের দাবিটা ক্রীড়া ইতিহাসের সেরাদের একজনকে অসম্মান করার একটা চেষ্টা। আর নাদালের চাচা মিগুয়েল তো সরাসরি বলে দিয়েছেন, ব্যাশেলট একজন অপদার্থ! নিউ ইয়র্ক পোস্ট।