খোলা বাজার২৪, রবিবার, ১৩ মার্চ ২০১৬ : রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি রফিক আজাদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আজ এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, “দেশের জনপ্রিয় কবি ও সাংবাদিক রফিক আজাদ এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”
বিএনপি চেয়ারপার্সন বলেন, কবি রফিক আজাদের কবিতার মূল প্রতিপাদ্য হচ্ছে মানুষ ও মানবিকতা। সব ধরণের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তার কবিতায় ফুটে উঠতো দ্রোহের বাণী। অসাধারণ কাব্য রচনার জন্য মরহুম কবি রফিক আজাদ দেশের মানুষের মনে চিরজাগরুক হয়ে থাকবেন। বিএনপি চেয়ারপার্সন বলেন, মরহুম কবি রফিক আজাদের সৃষ্টিকর্মে অত্যাচারি শাসকের মুখোশ উন্মোচন এবং জনগণের ওপর উৎপীড়ণ ও শোষনের আখ্যান অসাধারণ নিপূণতায় ফুটিয়ে তুলতে পারতেন। এছাড়া দেশকে হানাদারমুক্ত করতে তিনি স্বাধীনতাযুদ্ধে যেভাবে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন সেজন্য জাতি তাকে চিরদিন স্মরণ করবে। স্বনামধন্য কবি ও সাংবাদিক রফিক আজাদ এর ইন্তেকালে দেশের সাংস্কৃতিক অঙ্গন ও সাংবাদিকতা জগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পুরণ হবার নয় বলেও বিএনপি চেয়ারপার্সন উল্লেখ করেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মরহুম কবি রফিক আজাদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যবর্গ, সাংবাদিকতা জগতের সকল সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, ভক্ত, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।
অপর এক শোকবাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম কবি রফিক আজাদকে স্বাধীনতাযুদ্ধের একজন বীর সেনানী ও দেশের সাংবাদিকতা ও সাংস্কৃতিক জগতের একজন স্মরণীয় ব্যক্তিত্ব বলে উল্লেখ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।