খোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : সন্তান দুটিকে হত্যার ঘটনায় তার কোনো অনুতাপ নেই বরং এর ফলে ঘাড় থেকে একটা বিশাল বোঝা নেমে গেছে। মাঝে মধ্যে বাচ্চাদের কথা মনে পড়লেও কিছু যায় আসে না তার। কারণ, এতদিন তিনি বিনা ঘুমে রাত পার করেছেন, তা এখন আর নেই। ঠিক এমনটাই বলছিলেন রামপুরার বনশ্রীতে দুই শিশু হত্যার ঘটনায় দ্বিতীয় দফায় রিমান্ডে থাকা মা মাহফুজা বেগম।
রোববার দুপুরে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রিমান্ডে থাকা মা মাহফুজা পুলিশকে এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘সোমবার মাহফুজার দ্বিতীয় দফায় রিমান্ড শেষ হচ্ছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চেয়েছেন। তাই তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া তদন্ত চলবেই।’
তিনি বলেন, ‘এ ধরণের ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। বিশ্বের অনেক জায়গায় এ ধরণের ঘটনার উদাহরণ রয়েছে। মনস্তাত্বিক জটিলতার কারণে মাহফুজা তার দুই শিশু সন্তানকে হত্যা করেছেন। অনেক ধরণের আলামত নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরকীয়ার ব্যাপারেও অনেক তদন্ত করা হয়েছে। অন্য কেউ হত্যা করেছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে। এছাড়া দুই সন্তান এমন কিছু কি দেখেছে যার কারণে তাদের হত্যা করা হয়েছে- এ দিকটাতেও নজর দেওয়া হয়েছে। কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি।