খোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আজ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এখন পর্যন্ত কোনোটির বিচার হয়নি। এখন তারা থাবা দিয়েছে সেন্ট্রাল ব্যাংকে (বাংলাদেশ ব্যাংক)।
আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রয়াত রাজনীতিক মশিউর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মশিউর রহমান যাদু মিয়া স্মৃতি কমিটি এই আলোচনার আয়োজন করে। সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, প্রয়াত রাজনীতিক অলি আহাদ ও সাংবাদিক এনায়েতউল্লাহ খানকে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হয়।
মওদুদ আহমদ বলেন, এটা কি কেউ বিশ্বাস করবে, বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সহযোগিতা ছাড়া এই টাকা চুরি হয়েছে? বাংলাদেশের কোনো মানুষ এটা বিশ্বাস করবে না।
তিনি বলেন, শেয়ারবাজার, ডেসটিনি, হল-মার্কের মাধ্যমে সরকারের ম“পুষ্ট ব্যবসায়ীরা জনগণের অর্থ চুরি করেছে। এখন প্রতিদিন আমরা শিশু হত্যা, সহিংসতার খবর পাই। আজকে তো বিএনপির কঠিন কোনো কর্মসূচি নেই। তারপরও কেন এত অস্থিরতা, কেন এত নৈরাজ্য?