খোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : বিনা পয়সায় নরকে যাওয়ার সুযোগ দেয়া হলেও সম্ভবত কেউ নরকে যেতে চাইবে না। অথচ কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের মিসিগানের একটি ছোট্ট শহর ‘হেল’ (নরকের) আকাশছোঁয়া দাম চাওয়া হচ্ছিলো। অতিরিক্ত দামের কারণে গত এক বছরেও এটি কেনার জন্য কোন ক্রেতা পাওয়া যায়নি। পাঁচ একর আয়তনের শহরটির অঘোষিত মেয়র জন কোলোনে তাই বাধ্য হয়েছেন ‘নরকের’ দাম কমাতে। ৯৯ হাজার ডলার দাম কমার পর ‘নরকের’ বর্তমান দাম ৯ লাখ ডলার।
মজার বিষয় হলো, নরক বলতে আমরা যা কল্পনা করি এটি তেমন কোন জায়গা নয়। এটি এমন একটি জায়গা যেখানে মানুষ যাবে মূলত মজা করতে। জন কোলোনে জানান, এখানে তার আরো অনেক ব্যবসা রয়েছে। শুধু ব্যবসার উদ্দেশে তিনি এই জায়গার নাম ‘হেল’ রাখেননি এর মধ্য দিয়ে তিনি মানুষকে বিনোদন দিতে চেয়েছেন।