Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48kখোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : আরব দেশে সৌন্দর্যের জন্য মেয়েরা আর কতই খরচ করবে? সবার ধারণা হবে হয়ত নেহায়েত কম কিছু, কিন্তু অবাক করা বিষয় হলো ২০১৫ সালে শুধু সংযুক্ত আরব আমিরাতে সৌন্দর্যের জন্য ব্যয় হয়েছে ১.৬৪ বিলিয়ন ডলার। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং আফ্রিকা মিলে সৌন্দর্যের জন্য ব্যয় করেছে ২৭.১ বিলিয়ন ডলার।
আমিরাত ও সৌদি আরবের নারীরা যৌথভাবে ২০১৫ সালে সৌন্দর্যের জন্য খরচ করেছে ৬.৮৫ বিলিয়ন ডলার এবং ধারনা করা হচ্ছে ২০১৬ সালে এ খাতে দু’দেশ যৌথভাবে আরও ৮ শতাংশ বেশি ব্যয় করবে যা ৭.৪ বিলিয়ন ডলারে দাঁড়াবে। গত বছর শুধুমাত্র সৌদি আরবে সৌন্দর্য্য বৃদ্ধি খাতে ৫.২১ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে যেখানে আমিরাতিরা খরচ করেছে ১.৬৪ বিলিয়ন ডলার।
গত বছরে সৌদি আরবে সুগন্ধি বিক্রি হয়েছে বেশি ১.৭ বিলিয়ন ডলার, চুলের প্রসাধনী ৬৯৭ মিলিয়ন ডলার, স্কিন কেয়ার ৬৩৫ মিলিয়ন ডলার এবং অন্যান্য প্রসাধনী ৫০৩ মিলিয়ন ডলার। একই বছরে সংযুক্ত আরব আমিরাতে সুগন্ধি বিক্রি হয় ৪২৩ মিলিয়ন ডলার, চুলের প্রসাধনীতে ২৫৮ মিলিয়ন ডলার, স্কিন কেয়ারে ১৬৫ মিলিয়ন ডলার এবং রং জাতীয় প্রসাধনীতে ১৬৮ মিলিয়ন ডলার।
আমিরাত, সৌদি আরব ও আফ্রিকা মিলে প্রসাধনীতে ২০১৪ সালের তুলনায় ৫.৪ শতাংশ বাড়তি আয় করেছে। সৌন্দর্যে খরচের দিক দিয়ে দেশগুলো ল্যাতিন আমেরিকাকে পিছিয়ে ফেলে বিশ্বের মধ্যে দ্রুত প্রসাধনী ব্যয়ের দিকে যাচ্ছে। এ অঞ্চলে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌন্দর্য খাতে বার্ষিক প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ যা বাকী বিশ্বে গড় প্রবৃদ্ধি ২.৬ শতাংশের দ্বিগুণ।