খোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ হারলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের সাব্বির রহমান। বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচে ১৭৬ রান তোলেন তিনি, যা কিনা টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের সর্বোচ্চ রান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডেও সেই ফর্ম ধরে রেখেছেন সাব্বির।
প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ওমানের বিপক্ষেও ৪৪ রান করে দলকে বড় সংগ্রহ করতে সাহায্য করেন। এই ৪৪ রান করার সুবাদেই বিরাট কোহলি এবং মাসাকাদজাকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ২০১৬ সালের সর্বোচ্চ রানের মালিক হয়ে যান তিনি। ২০১৬ সালে খেলা ১২টি টি-টোয়েন্টি ম্যাচে সাব্বিরের রান ৩৮৮। দ্বিতীয়তে থাকা মাসাকাদজার রান ৩৬১ এবং তৃতীয়তে থাকা বিরাট কোহলির এ বছর টি-টোয়েন্টিতে রান ৩৫২।
চারে রয়েছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা, তার রান ৩৩৭। বিশ্বকাপে একই গ্রুপে লড়বে ভারত এবং বাংলাদেশ। সেক্ষেত্রে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুপ্ত বাসনাতেও মজে উঠবেন সাব্বির-কোহলিরা।