Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট বাজার ও পোরকরা গ্রামে হিজবুত তাওহীদের কর্মীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এ সময় চাষির হাট বাজারে অবস্থিত হিজবুত তাওহীদের কার্যালয় ভাংচুর ও দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধরা।
সংঘর্ষে দুজন নিহতের হয়েছে বলে জানিয়েছেন উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও নিকারুজ্জামান। তবে তিনি নিহতদের নাম জানাতে পারেননি।
এ সংঘর্ষে পুলিশসহ অনেককে আহত হতে দেখেছেন ।
নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াস শরিফ জানান, কয়েক বছর থেকে পোরকলা গ্রামে হিজবুত তাওহীদের কর্মীদের সাথে স্থানীয়দের বিরোধ চলে আসছে।
‘এলাকাবাসীর অভিযোগ- হিজবুত তাওহীদের কর্মীরা এলাকায় ইসলামবিরোধী নানা রকম কর্মকাণ্ড চালায়।’
এলাকায় বিজিবি ও র‌্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।