Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

রিজার্ভের চুরি হওয়া কিছু টাকা উদ্ধার হতে পারেখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের কিছুটা উদ্ধার করা যাবে বলে ফিলিপাইন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান তেরেসিটা হারবোসার উদ্ধৃতির বরাত দিয়ে সোমবার এবিএস-সিবিএন নিউজ এ তথ্য জানিয়েছে।
ফিলিপাইনের অর্থপাচারবিরোধী কাউন্সিলের (এএমএলসি) সদস্য তেরেসিতা হারবোসা বলেন, ‘আমি নিশ্চিত যে, কোনো-না-কোনোভাবে ওই অর্থের কিছুটা উদ্ধার হবে।’
চুরি হওয়া রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে শ্রীলংকায় পাচার হয় দুই কোটি ডলার। তার মধ্য থেকে ১ কোটি ৯৯ লাখ ডলার উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
ফিলিপাইনে পাচার হওয়া ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ৬৮ হাজার ডলারের হদিস মিলেছে। ফিলিপাইনে জব্দ হওয়া ছয়টি ব্যাংক হিসাবে এ অর্থ রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।