খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ : অর্থ বিভাগের সচিব এম আসলামকে ওএসডি (অফিসার ফর স্পেশাল ডিউটি) করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে ওএসডি করা হয়। অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিষয় দেখাশোনা করে।
কিন্তু এই বিভাগের সচিব হয়ে এই অর্থ লোপাটের বিষয়টি সম্পর্কে অবহেলা করায় তাকে ওএসডি করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা হ্যাকের ঘটনা ঘটে।