Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ : ৩ ম্যাচে ২৩৩ রান। মাত্র এক ম্যাচে আউট হওয়ায় গড়ও ২৩৩, স্ট্রাইক রেট ১৫৮.৫০। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে তামিম ইকবালের চেয়ে বেশি রান তো আর কারও নেই। দ্বিতীয় সর্বোচ্চ করা আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদের রানও মাত্র ১৪২। আর সর্বশেষ ওমানের বিপক্ষে ধর্মশালাতে ১০৩ রানের অপরাজিত এক ইনিংস খেলার পর তামিমকে নিয়ে আলোচনাটা অন্য সময়ের চেয়ে একটু বেশিই হচ্ছে। তবে, এরপরও একটা ব্যাপার সত্যি যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কিংবা বিগ ব্যাশের মত টুর্নামেন্টগুলোতে এখনও তামিম ইকবাল অটোমেটিক চয়েস নন।
এই নিয়ে কি তামিমের কোন আক্ষেপ আছে? এই ব্যাপারে তিনি বলেন, ‘একটু খারাপ লাগা তো অস্বাভাবিক নয়। দেখবেন যার টেস্ট গড় ১৫ কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সে এক মিলিয়ন ডলার ফি পাচ্ছে। অবশ্য টি-টোয়েন্টিটা ভালো খেলে বলেই হয়তো ওই খাতিরটা পাচ্ছে। আর ক্রিকেট যেদিকে যাচ্ছে তাতে নন ক্রিকেটিং শট নিয়ে হৈচৈ না করে খেলাটা আমি নিজে কিভাবে আরো ভালো খেলতে পারি, সে চেষ্টা করাই ভালো।’