খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ :হিমশৈলে ধাক্কা লেগেছিল টাইটানিকের, তার বয়স কত? যে হিমশৈলে ধাক্কা লেগে ডুবেছিল টাইটানিক, বয়সে সেটি মোটেও নবীন ছিল না। গবেষকরা জানিয়েছেন, ওই হিমশৈলটি ছিল প্রায় ১ লক্ষ বছরের পুরনো।
আর সেই পুরনো হিমশৈলে ধাক্কা লেগেই শেষ হয়েছিল টাইটানিক। টাইটানিক কেন ডুবেছিল, তা নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা করেছেন গবেষকরা। আর তারপরই ১ লক্ষ বছরের পুরনো হিমশৈলের তত্ত্বে সিলমোহর বসিয়েছেন তাঁরা।
লন্ডনের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ বিষয়ে জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম গ্রিনল্যান্ডেই একটি বিশালাকার হিমশৈলে ধাক্কা খেয়েছিল টাইটানিক। আর সেটি ছিল প্রায় ১ লক্ষ বছরের পুরনো। জানা গেছে, যে সময়ে ওই হিমশৈলে ধাক্কা খেয়ে টাইটানিক ডুবেছিল, সেই সময় সেটি ১৭৭ ফিট দৈর্ঘ ছিল।