খোলা বাজার২৪,বুধবার, ১৬ মার্চ ২০১৬:একাত্তরের যুদ্ধাপরাধে সর্বোচ্চ আদালতের রায়ে প্রাণদণ্ড পাওয়া জামায়াত আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনিয়েছে কারা কর্তৃপক্ষ।
সুপ্রিম কোর্ট এ মামলায় নিজামীর আপিলের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর মঙ্গলবার রাতে আসামির মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারিক আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ঘুরে লাল শালুতে মোড়ানো সেই মৃত্যু পরোয়ানা গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ পৌঁছায় বুধবার সকাল ৯টার পর।
এ কারাগারের সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, “সকাল সোয়া ১০টার দিকে মতিউর রহমান নিজামীকে মৃত্যু পরোয়ানাটি পড়ে শোনানো হয়েছে। পরে তিনি নিজে পরোয়ানা দেখে তাতে সই করেন।
“এ সময় তাকে চিন্তিত দেখা গেছে। রায়ের রিভিউ চাইবেন বলে তিনি জানিয়েছেন।”
বুধবারই আইনজীবীরা নিজামীর সঙ্গে দেখা করতে পারেন বলে এই কারা কর্মকর্তা জানান।
বিস্তারিত আসছে