খোলা বাজার২৪,বুধবার, ১৬ মার্চ ২০১৬: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মৃত্যু পরোয়ানাটি কাশিমপুর কারাগারে পৌঁছে বলে জানা গেছে।
মৃত্যু পরোয়ানাটি গ্রহণ করেন কাশিমপুর কারাগার, পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক। তিনি জানান, কনডেম সেলে থাকা নিজামীকে কিছুক্ষণের মধ্যেই পড়ে শোনানো হবে।
মঙ্গলবার দিবাগত রাতে দেশের এই শীর্ষ যুদ্ধাপরাধীর মৃত্যু পরোয়ানা জারি করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সঙ্গে যায় নিজামীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ও। এরপরই রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হয়।
কাশিমপুর কারাগারে থাকা নিজামীকে পড়ে শোনাতে পরোয়ানাটি সেখানে পাঠিয়ে দেয়া হয়।