Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখোলা বাজার২৪,বুধবার, ১৬ মার্চ ২০১৬: রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে লোহার টুকরা পড়ে ইমন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম ইমন (৩০)। তিনি ওই ফ্লাইওভারেরই নির্মাণশ্রমিক। রমনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাপস ঘোষাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফ্লাইওভারের ওপর থেকে এক মণ ওজনের একটি রড মাথায় পড়ে পথচারী ইমনের মৃত্যু হয়েছে। আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। জানা যায়, মগবাজার মোড় থেকে বাংলামোটরের দিকে যাওয়ার পথে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে হঠাৎ তার মাথায় ওপর থেকে নির্মাণসামগ্রী পড়ে। ঘটনাস্থলেই ইমনের নির্মম মৃত্যু হয়। ইমনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।