খোলা বাজার২৪,বুধবার, ১৬ মার্চ ২০১৬: আটজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র বরফের নিচে ৬০ ঘণ্টা আটকে থাকার পরও সৌভাগ্যবশত বেঁচে ফিরেছেন। ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় ১২০০০ ফুট উপরে বরফের মাঝে তারা ঢাকা পড়েছিল।
টাইম্স অফ ইন্ডিয়ার বরাতে জানা যায়, বিমান বাহিনী তাদের রক্ষা করেছেন। সাতজন শেষবর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রী একত্রে গত ৮ই মার্চ পাহাড়ের চুড়ায় ভ্রমণে গিয়েছিলেন। তার তিন্দিন পর সেখান থেকে সাহায্যের জন্য ‘১০০’ নাম্বারে ফোন দেয়া হয়। সেখানে তারা জানান, তাদের একজন বন্ধু অসুস্থ হয়ে পড়েছেন।
বিমান বাহিনীর কর্মীরা তাদের রক্ষা করার জন্য পাহাড়ের চুড়ায় পৌঁছালে তাদের মধ্যে ছয়জনকে বরফ দিয়ে আবৃত একটি তাঁবুর মাঝে পাওয়া যায়। সেখান থেকে তাদের রক্ষা করার পর রক্ষাকারী বাহিনী জানান, তাদের মাঝে পাঁচজন সুস্থ রয়েছেন, বাকি একজনের ইমারজেন্সি চিকিৎসার প্রয়োজন ছিল।
তাদের তৈরিকৃত তাঁবুর উপরে ছয়-সাত ফিট বরফের আবরণে ঢেকে যায়। তাদের কাছে যে সকল সরঞ্জাম ছিল তা নিয়ে তারা সেখানে একে-অপরকে সাহায্য করে বেঁচে থাকেন।