খোলা বাজার২৪,বুধবার, ১৬ মার্চ ২০১৬:একেবারে ধর্মীয় রীতি মেনে বিয়ে দেয়া হল দুই কুকুর শাগুন ও শাগুনিয়ার। ঘটনাটি সম্প্রতি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বির পাওয়ারা গ্রামে। চারপেয়ে এই পাত্র-পাত্রীদের নিয়ে এলাকায় পুরো হুলুস্থূল কা-। বিয়েতে নিমন্ত্রিতদের সংখ্যা ছিল প্রায় ৫০০০।
সব মিলিয়ে জমজমাট ছিল বিয়েবাড়ি। কী ছিল না সেখানে! নাচ-গান, ডিজে’র পাশাপাশি লোভনীয় ভূরিভোজ। হিন্দু বিয়ের রীতি মেনে হয়েছে মালা বদল ও সাত-পাক। বিয়ের আচার অনুষ্ঠান শেষে চোখের পানিতে কনেকে বিদায় দিল তার মনিবের পরিবার। নিমন্ত্রিতরাও প্রাণভরে ‘আর্শীবাদ’ করে গেলেন নবদম্পতিকে।