Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46kখোলা বাজার২৪,বুধবার, ১৬ মার্চ ২০১৬: দলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। আজ বুধবার এই আমন্ত্রণপত্র ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেয়া হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি।
তিনি বলেন, ‘বিকাল ৫টার দিকে আমরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবকে আমাদের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানোর কার্ড পৌঁছে দিয়েছি।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এই আমন্ত্রণপত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সৈয়দ আউয়াল শামীম ও মাসুদুল হাসানের হাতে দেয়া হয়।
বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল কার্ড দুটি দিয়ে আসেন।
উল্লেখ্য, আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধন হবে।