খোলা বাজার২৪,বৃহস্পতিবার ১৭ মার্চ ২০১৬ :আজ বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোক বার্তায় ফরিদপুর জেলাধীন কোতোয়ালী থানা বিএনপি’র সভাপতি খন্দকার চাঁন দীর্ঘদিন রোগভোগের পর গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। খন্দকার চাঁন এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ফরিদপুর জেলাধীন কোতোয়ালী থানা বিএনপি’র সভাপতি খন্দকর চাঁন এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণের একান্ত অনুসারী মরহুম খন্দকার চাঁন ফরিদপুর জেলাধীন কোতোয়ালী থানা বিএনপিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে যে নিরলস পরিশ্রম করেছেন তা নেতাকর্মীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম খন্দকার চাঁন এর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।