খোলা বাজার২৪,বৃহস্পতিবার২০১৬ : কাউন্সিলের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা জেগে উঠবে: ফখরুল শীর্ষ নিউজ, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাউন্সিলের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা নতুন করে জেগে উঠবে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে কাউন্সিলস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ কাউন্সিল সুষ্ঠু হবে। রাজনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে এই কাউন্সিল সহায়ক ভূমিকা পালন করবে। অনেক বিপত্তি সত্ত্বেও কাউন্সিলের কাজ এগিয়ে যাচ্ছে। কাউন্সিলকে সফল করতে তিনি সরকারের সহযোগীতা কামনা করেছেন।
তিনি বলেন, কাউন্সিলের প্রস্তুতি দেখতে সব উপ কমিটির আহ্বায়কদের নিয়ে পরিদর্শনে এসেছি। বিএনপিতে মোট ২৮০০ কাউন্সিলর রয়েছে বলেও জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী সদস্য কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারমম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, ডা এজেডএম জাহিদ হোসেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বিএনপি নেত্রী আফরোজা আব্বাস, শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা রফিক শিকদার প্রমুখ।