Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7kখোলা বাজার২৪,বৃহস্পতিবার ১৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় যেসব দেশি-বিদেশি নাগরিক জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকীতে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আছাদুজ্জামান মিয়া বলেন, অর্থচুরির ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর তদন্ত করছে। বাংলাদেশ ব্যাংক থেকে ইতিমধ্যে কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
সেগুলো বিশ্লেষণ করে দেশি-বিদেশি যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে। তদন্তে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তাধীন অবস্থায় বেশি কিছু বলা যাবে না। এর আগে সকালে বাংলাদেশ পুলিশ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।