খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬ : আগামীকাল ১৯ মার্চ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল। কাউন্সিলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। তবে আমন্ত্রণ পেলেও ওইদিন কাউন্সিলে যাবেন না শেখ হাসিনা।
ওইদিন বাংলাদেশ নৌবাহিনীর ৩টি যুদ্ধ জাহাজ আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য চট্টগ্রাম যাবেন শেখ হাসিনা। হেলিকপ্টারে করে বেলা ১১টায় নেভাল একাডেমিতে পৌঁছাবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন জানান, ৩টি যুদ্ধ জাহাজের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রাম আসছেন।
বাংলাদেশ নেভাল একাডেমির (বিএনএ) বানৌজা সমুদ্র অভিযান, বানৌজা স্বাধীনতা ও বানৌজা প্রত্যয়ের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
নগরীর পতেঙ্গার নেভাল একাডেমিতে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে নৌবাহিনী। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যাবেন।
বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।