খোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : রাজধানীর বনানীর আবাসিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে তিতাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কথা জানান।
কর্মকর্তারা বলেন, গ্যাস লাইনের কোনো লিকেজ (ছিদ্র) ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। বিভিন্ন সঙ্কটের পরও আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করে যাচ্ছি।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নস্বর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের বাসিন্দারা অভিযোগ করেন, গ্যাস পাইপের লিকেজের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।