Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আল্লাহর ৯৯টি নাম আছে। এর মধ্যে কোনোটির সঙ্গে সহিংসতার সম্পর্ক নেই। গতকাল বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে বিশ্ব সুফি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
চার দিনের এই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেন মোদি। পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বলেন, সীমান্তে সুফিবাদের চেতনা থাকলে, সন্ত্রাসবাদের হিংস্র শক্তি না থাকলে, এই অঞ্চল পৃথিবীর স্বর্গে পরিণত হতো। সুফি আমির খসরু এ কথাই বলে গেছেন।
মোদি বলেন, ‘সন্ত্রাসবাদ আমাদের বিভক্ত ও ধ্বংস করছে।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হলো মানববাদের মূল্যবোধের সঙ্গে অমানবিক শক্তির লড়াই।
মোদি বলেন, এখন সন্ত্রাসবাদ ও উগ্রবাদ সবচেয়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে। এই সময়ে বিশ্বে সুফিবাদের দর্শনের প্রাসঙ্গিকতা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের প্রসার ঘটছে। বাড়ছে হতাহতের সংখ্যা। গত বছর ৯০ টির বেশি দেশে সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসবাদ জীবনযাত্রার ধরন বদলে দিচ্ছে বলেও উল্লেখ করেন মোদি।