খোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ১০টা ৪৮ মিনিটে কাউন্সিলের উদ্বোধন করেন তিনি।
তার আগে সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী।
কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন খালেদা জিয়া। পাশাপাশি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে পারেন।
কাউন্সিলের প্রথম পর্বের অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকলেও দ্বিতীয় পর্বে শুধুমাত্র কাউন্সিলরদের নিয়ে রুদ্ধদ্বার সভা অনুষ্ঠিত হবে। সেখানে শুধু কাউন্সিলররাই উপস্থিত থাকতে পারবেন। কাউন্সিলরদের সভায় বিএনপি চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া ছাড়াও গঠনতন্ত্র সংশোধন পাস হবে। এছাড়া কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচিত করা হবে দলের নতুন মহাসচিব।
এই কাউন্সিলে বিএনপির নতুন জাতীয় নির্বাহী কমিটি গঠনের বিষয়টিও চূড়ান্ত হবে। সভায় কাউন্সিলররা রাজনৈতিক পরিস্থিতি ও দলের অভ্যন্তরীণ সাংগঠনিক তুলে ধরে নিজেদের বক্তব্য তুলে ধরবেন। কাউন্সিলরদের বক্তব্য শেষে সমাপনী বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।