খোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাকচোন কাউন্টি থেকে গতকাল (শুক্রবার) এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং তা জাপান সাগরে গিয়ে আঘাত হানে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়েছে। তবে তিনি ক্ষেপণাস্ত্রের ধরণ সম্পর্কে কিছু বলেন নি।
সামরিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, উত্তর কোরিয়া মধ্যম পাল্লার একটি রোডং ক্ষেপণাস্ত্র ছুড়েছে যা ১,৩০০ কিলামিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্বল্প সময়ের মধ্যে তার দেশের সামরিক বাহিনীকে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু ওয়ারহেড পরীক্ষার নির্দেশ দিয়েছেন। তার পরই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো।
চলতি মাসের প্রথম দিকে কিম জং সামরিক বাহিনীকে ছোট আকারের পরমাণু বোমার পরীক্ষা চালানোর নির্দেশ দেন। সম্প্রতি উত্তর কোরিয়া এসব পরমাণু বোমা তৈরি করেছে বলে দেশটি দাবি করছে।